Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে অফিস

ইতিহাসঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য (কলকাতাবাদে) বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। ১৯৪৭ সনে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বে-সামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে Air Raid Precautions (ARP) এবং পরবর্তী পর্যায়ে ১৯৫১ সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। কর্মব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ নামে ১টি বিভাগ সৃষ্টি হয়।

 ১৯৮১ সালের ৯ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়।

মুকসুদপুর ফায়ার স্টেশনঃ

  1. ১৯ এপ্রিল,২০১৩ খ্রিঃ তারিখ অত্র স্টেশনটি শুভ উদ্বোধন করা হয়।
  2. শুরুতে ৩য় শ্রেণীর স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
  3. তখন একটি প্রথম কল পানিবাহী গাড়ী ও ‍১৩ জন জনবল নিয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত হয়।
  4. ০৫ আগস্ট,২০১৮ খ্রিঃ তারিখ অত্র স্টেশনটি ৩য় শ্রেনী হতে ২য় শ্রেনীতে উন্নিত করণ করা হয়।
  5. বর্তমান স্টেশনে একটি প্রথম কল পানিবাহী গাড়ী, একটি ২য় কল পাম্পবাহী গাড়ী ও দুইটি টু- হুইলার মটর সাইকেল সহ অনান্য উদ্ধার সরঞ্জাম বিদ্যমান। বর্তমান স্টেশনে মোট জনবল ২৭ জন।